Text size A A A
Color C C C C

জেলা সমবায় কার্যালয়, বগুড়া এর অবস্থান ও জনবল:

জেলা সমবায় কার্যালয়, বগুড়া এর অবস্থান:

বগুড়া শহরের সাতমাথা হতে পশ্চিম দিকে প্রায় ১ কিলোমিটার গিয়ে আমতলা (কাইলার বাজার) হতে দক্ষিণ দিকে কারমাইকেল রোড ধরে প্রায় ১ কিলোমিটার গিয়ে রাস্তার পূর্ব পার্শ্বে জেলা সমবায় কার্যালয় বগুড়া এর অবস্থান।

 

জনবল:

একজন ১ম শ্রেণীর বিসিএস ক্যাডার ও ১জন ২য় শ্রেণীর অফিসারসহ মোট ৩৪ জন কর্মকর্তা/ কর্মচারী নিয়ে জেলা সমবায় কার্যালয়, বগুড়া এর কার্যক্রম পরিচালিত হয়। জেলার ১২ টি উপজেলায় একটি করে উপজেলা সমবায় কার্যালয় রয়েছে। সেখানে ১ জন ২য় শ্রেণীর অফিসারসহ ৫ করে কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে।